সিনিয়র করেসপন্ডেন্ট: লাকসাম পৌরসভার পশ্চিমগাঁয় ঠাকুরপাড়ায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ইতিপূর্বে ওই মহল−ার পানি নিস্কাশনের কালভার্টের সামনে নিচু জমি ভরাট করায় গত ক’দিনের বৃষ্টির পানি সরতে না পেরে দেখা দিয়েছে জলাবদ্ধতা।
সরেজমিন গিয়ে দেখা যায়, কালভার্টের পূর্বপ্রান্তে খালসদ্যৃশ পানি জমে থাকলেও পশ্চিম পাশে ভরাট হয়ে যাওয়ায় পানি খালে যাচ্ছে না। এতে দু’আড়াইশ’ পরিবার জলাবদ্ধতায় ভোগান্তি পোহাচ্ছে। কালভার্টের পূর্বদিকে মৃত রাইহরণ আচার্য্যরে ছেলে বাবুল আচার্য্যরে ঘরের চতুর্পাশ্বে পানি থৈ থৈ করতে দেখা যায়। শিশু ও মহিলারা হাঁটু পানি ভেঙে ঘরে যেতে হয়। একই অবস্থা শিশির আচার্য্য, মানিক আচার্য্য, সুমন আচার্য, বাচ্চু মিয়া, জাহাঙ্গীর আলমের পরিবারসহ অন্যান্য পরিবারগুলোর। ফলে এ এলাকায় পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ারও আশংকা দেখা দিয়েছে।
এ বিষয়ে জমি ভরাটকারী তুহিন জানান, তার নিজ মালিকানা জমি ভরাট করা হয়েছে। এখানে সরকারি কোনো খাল নেই। তবে মানবিক দৃষ্টিতে এলাকাবাসীর সুবিধার্থে পাইপের ব্যবস্থা করা হলে পানি নিস্কাশনে সমস্যা হবে না।