জয়নাল আবদিন: [মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১২] হোমনায় ছোট ভাইয়ের
ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার
হোমনা উপজেলার শ্রীমদ্দী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘাতক ছোট ভাইকে গ্রেফতার করেছে।
হোমনার থানার পরিদর্শক জলিল আহম্মেদ জানান, শ্রীমদ্দী গ্রামের হাজি ডেঙ্গু মিয়ার দুই ছেলে জালাল উদ্দিন (৩৫) ও মনির হোসেনের (২৫) মধ্যে জমি ও বসতবাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।..
ওই দ্বন্দ্বের জের ধরে সকালে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছোট ভাই মনির হোসেন বড় ভাই জালাল উদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার পর এলাকাবাসী মনির হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে। মনির হোসেন পুলিশের কাছে হত্যাকা-ের কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে হোমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদনা : সোহেল রানা , আউটপুট
এডিটর
বিজ্ঞাপন মুক্ত এ ব্লগের প্রতিটি খবরে রয়েছে এক ঝাঁক মেধাবী তরুণের অক্লান্ত পরিশ্রম ও সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার। তাই আমাদের খবর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন।
