বিঘানু চন্দ্র রায়: [শুক্রবার, ০৯ মার্চ ২০১২] নাঙ্গলকোটের ডাকাতিয়া নদীর শাখা খাল নারানদিয়া হতে তুলাতুলি পর্যন্ত খাল খনন গতকাল বৃহষ্পতিবার উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার।..
এ সময় উপস্থিত ছিলেন, আবদুল মতিন, সাবেক চেয়ারম্যান ইসহাক ভুঁইয়া, জাহাঙ্গীর আলম মজুমদার, আলফাজ উদ্দিন চৌধুরী, আবদুল লতিফ প্রমুখ। বি এ ডি সির আর্থিক সহযোগিতায় খাল পুনঃ খনন করা হচ্ছে।