শাহ্পরান খান:[মঙ্গলবার,৩১ জানুয়ারি ২০১২] লাকসামের হারাখাল গ্রামের মাছের খামারের পুকুরের বেড়িবাঁধে জোরপূর্বক প্রবেশ করে বৃক্ষের চারা নিধন করেছে সন্ত্রাসীরা। এতে মালিকের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার সকালে এ ঘটনাটি ঘটে।..
মামলার বিবরণে জানা যায় হারাখাল গ্রামের মৃত নুর হাবিবের ছেলে হুমায়ুন কবির তার নিজস্ব মাছের খামারের পুকুরের বেড়িবাঁধের চতুর্দিকে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করে গাছ চাষাবাদ করে আসছে। রবিবার সকালে স্থানীয় সন্ত্রাসী মোজাফ্ফর হোসেন, ফারুক হোসেন, জামাল হোসেন, মাসুদুর রহমান, সুজন, আবুল কালাম, অহিদুর রহমান গং মাছের পুকুরের বেড়িবাঁধে অনধিকার প্রবেশ করে বিভিন্ন জাতের গাছ কেটে নিয়ে যায়। খামারের মালিক বাঁধা দিলে উল্টো সন্ত্রাসীরা হুমকি ধমকি দেয়। বিনষ্ট গাছের ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্ত হুমায়ুন কবির সাংবাদিকদের জানান। এ ব্যাপারে আদালতে মামলা হয়েছে।
